Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নিউইয়র্কে স্বামী বিবেকানন্দ সংগীত একাডেমির বর্ণাঢ্য পূজা পুনর্মিলনী উদযাপন

নিউইয়র্কে স্বামী বিবেকানন্দ সংগীত একাডেমির বর্ণাঢ্য পূজা পুনর্মিলনী উদযাপন

নিউইয়র্কে স্বামী বিবেকানন্দ সংগীত একাডেমির বর্ণাঢ্য পূজা পুনর্মিলনী উদযাপন

"তাপস সাহা"   গত ১৭ নভেম্বর ২০২৪ নিউইয়র্কের বহুল জনপ্রিয় স্বামী বিবেকানন্দ সংগীত একাডেমি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পূজা পুনর্মিলনী উদযাপন করে। শিল্পীদের সমবেত সংগীত, একক পরিবেশনা ও কবিতা আবৃত্তির মাধ্যমে এই আয়োজনটি দর্শকদের মুগ্ধ করে তোলে।

অনুষ্ঠানের শুরুতেই একাডেমির প্রধান দীপ্তি নাথ একাডেমির শিক্ষক ও গুরুজি সমীরণ বড়ুয়াকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন। পাশাপাশি তবলায় নিয়মিত সহযোগিতার জন্য উপদেষ্টা ফণি দেবনাথও সমীরণ বড়ুয়াকে সম্বর্ধনা জানান।

সমবেত সংগীতের লিড দেন সমীরণ বড়ুয়া। তার নেতৃত্বে সুচরিত দত্তের তবলার লহরি ও রবিউল হাসানের কি-বোর্ডের সুর একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি করে। অতিথি শিল্পী ডাঃ উৎপল চৌধুরী এবং একাডেমির সংগঠক তাপস সাহা আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়।

অনুষ্ঠানে সমবেত ও একক সংগীত পরিবেশন করেন দীপ্তি নাথ, দেবী সরকার, শিউলি কুণ্ডু, গোপা পাল মুক্তা, ফুলু রায় চৌধুরী, সুর্বণা পাল, শিখা সাহা, সুবল ঘোষ, সুমি রায়, সঞ্চিতা দে, মানিক দে, ঝুনু রায় এবং দেবশ্রী রায়।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন তাপস সাহা। প্রায় চার ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি হয় নৈশভোজের মধ্য দিয়ে, যা অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।